বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল গড়াবে। ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ভারত। ম্যাচের সময় বৃষ্টি হয়ে ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
ভারত-ইংল্যান্ড ম্যাচের ভেন্যু গায়ানা। পূর্বাভাস বলছে, এ সময়টা অন্ধকার থাকে। জুন সাধারণত দেশটির সবচেয়ে আর্দ্র মাস এবং প্রতিবছর এ মাসে গড় বৃষ্টিপাতের অবস্থা এমন যে, মাসের ৩০ দিনের মধ্যে ২৩ দিন বৃষ্টি হয়।
দ্বিতীয় সেমিফাইনালের সময় অ্যাকুওয়েদারের তথ্যমতে, ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সাড়ে ১০ টায় ম্যাচ শুরুর আগে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০ শতাংশ। ম্যাচ শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ, ১১টায় ওই বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে ৭৫ শতাংশ হবে।
বিবিসির আবহাওয়ার তথ্য বলছে, ২৭ জুন ‘বজ্রবৃষ্টি এবং হালকা বাতাস’ হবে। দুপুরে সেটা বাড়বে এবং সেটা হবে ৭০ শতাংশ।
দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে থাকছে না। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ থাকবে। অতিরিক্ত সময় যোগের কারণ টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে মাত্র একদিনের ব্যবধান রয়েছে। তাই রিজার্ভ ডে’র জন্য সময় বরাদ্দ রাখা সম্ভব নয়। অবিরাম বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী হবে, সেই সংশয়টা থেকেই যাচ্ছে।
বৃষ্টির কারণে সেমিফাইনালে ইংলিশদের আগেও আছে বেদনায় ডুবে যাওয়ার ইতিহাস। সিডনিতে ২০২০ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ায়নি। রিজার্ভ ডে না থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবিধা পেয়ে ভারতের মেয়েরা ফাইনালের ছাড়পত্র পায়। গ্রুপ রানার্সআপ হওয়ায় ভুক্তভোগী হয় ইংল্যান্ড। এবারও ঘটতে পারে একই!








