রাহুল দ্রাবিড়ের কোচিং সাউথ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। আসরের পর দায়িত্ব ছাড়বেন রাহুল, সেটি আগেই জানিয়েছিল বিসিসিআই। নতুন কোচ কে হচ্ছেন সেটি এখনও নিশ্চিত করেনি বোর্ডটি। এমাসের শেষদিকে শ্রীলঙ্কা সিরিজে নতুন কোচ পাবে বিশ্বজয়ী দল, জানিয়েছেন বোর্ডের সচিব জয় শাহ।
ভারতের প্রধান কোচ দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল। গত ১৩মে এ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। আবেদন পড়ে অনেক। কোচ হিসেবে আলোচনায় আসে গৌতম গম্ভীরের নাম।
জাতীয় দলের কোচের সঙ্গে নতুন নির্বাচকও পাবে টিম ইন্ডিয়া। জয় শাহ বলেছেন, ‘কোচ এবং নির্বাচক উভয়ের নিয়োগ খুব শিগগিরই করা হবে। এ ব্যাপারে সিএসি সাক্ষাৎকার নিয়েছে এবং দুটি নাম সংক্ষিপ্ত করা হয়েছে। মুম্বাই পৌঁছে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। ভিভিএস লক্ষ্মণ জিম্বাবুয়ে সিরিজে যাচ্ছেন, কিন্তু শ্রীলঙ্কা সিরিজ থেকে একজন নতুন কোচ পাবে দল।’
আগামী ২৭ জুলাই শুরু হবে ভারত-শ্রীলঙ্কার সিরিজ। তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলবে বিশ্বজয়ী দল। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। দেশে পৌঁছে একটি সংবর্ধনার পরিকল্পনাও রয়েছে, কিন্তু ঘূর্ণিঝড় সতর্কতা জারি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বার্বাডোস বিমানবন্দর। রোহিত-কোহলিদের তাই দেশে ফেরা পিছিয়েছে।









