Site icon চ্যানেল আই অনলাইন

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারালো ভারত

শেষদিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৮ উইকেট, আর ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান। এমন ম্যাচে তৃতীয় প্রতিদ্বন্দ্বী হয়ে আসে বৃষ্টি। সোমবার পঞ্চম দিন মাঠে গড়ায়নি কোনো বল। শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটিতে পয়েন্ট হারিয়েছে রোহিত শর্মার দল।

ডমিনিকায় প্রথম টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের পর কুইন্স পার্ক ওভালে দ্বিতীয়টিতে ড্রয়ে ১-০তে সিরিজ জিতেছে রোহিতের ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের অ্যাওয়ে সিরিজটি থেকে ভারতের সুযোগ ছিল পূর্ণ পয়েন্ট তুলে নেয়ার। কিন্তু ডমিনিকার প্রথম টেস্ট জিতে ভারত ১২ পয়েন্ট পেলেও ত্রিনিদাদের দ্বিতীয় টেস্টে ড্রয়ে ৪ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অবশ্য এটি ভারতের টানা পঞ্চম টেস্ট সিরিজ জয়। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। সিরিজে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা রবীচন্দ্রন অশ্বিন।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত বলেছেন, ‘প্রতিটি জয়ই আলাদা। ওয়েস্ট ইন্ডিজ বা ভারতে যেখানেই হোক না কেনো, খেলার নিজস্ব চ্যালেঞ্জ আছে। এখানে এই পরিস্থিতিতে আমি খুশি। দুর্ভাগ্যবশত শেষদিনে আমরা খেলতে পারিনি। আসলে ইতিবাচক ফলাফল পেতে চেয়েছিলাম। খেলতে পারলে হয়ত ফল আসতো। কারণ আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আমরা জানি শেষে ব্যাটিং করা কতটা কঠিন হয়। ফলাফল যাই হোক না কেনো, দল হিসেবে ভালো পারফরম্যান্স করাতে আমি বিশ্বাসী।’

ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনেও ছিল বৃষ্টি। কিন্তু রোহিত ও ঈশান কিষাণের ঝড়ো হাফসেঞ্চুরি এবং ৩৬৫ রানের লক্ষ্য দিয়ে চতুর্থ দিন শেষবেলায় রবীচন্দ্রন অশ্বিনের জোড়া আঘাত ভারতের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে। শেষপর্যন্ত বৃষ্টিতে শেষ ম্যাচের পয়েন্ট ভাগ করে সিরিজ শেষ করতে হয়েছে ভারতকে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পরের টেস্ট এবছর ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ খেলবে আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে।

Exit mobile version