রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার স্নায়ুযুদ্ধ চলছে। এ অবস্থায় রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভারতের রপ্তানিতে ২৫% শুল্ক আরোপের পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে জরিমানারও হুমকি দেন তিনি। হুমকির পরেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে বলে ভারতীয় সরকারি সূত্রে জানা গেছে।
রোববার (৩ আগস্ট) রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরিমানা করার হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে, বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় সরকারি সূত্র শনিবার এ তথ্য জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানিতে ২৫% শুল্ক আরোপের পাশাপাশি, ট্রাম্প গত মাসে একটি ট্রুথ সোশ্যাল পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়ান অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা ভোগ করতে হবে। এরপর শুক্রবার, ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি শুনেছেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। তবে সূত্রগুলো জানিয়েছে, এগুলো দীর্ঘমেয়াদী চুক্তি। তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তন হবে না। রাতারাতি কেনা বন্ধ করা সহজ নয়।
রাশিয়া থেকে ভারতের তেল কেনাকে ন্যায্যতা দিয়ে, দ্বিতীয় সূত্র জানিয়েছে, রাশিয়ান গ্রেডের ভারতের আমদানি তেলের দামের বিশ্বব্যাপী বৃদ্ধি এড়াতে সাহায্য করেছে, যা রাশিয়ান তেল খাতে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দাম স্থিতিশীল রয়েছে।
সূত্রটি জানিয়েছে, ইরান ও ভেনেজুয়েলার তেলের বিপরীতে, রাশিয়ার অপরিশোধিত তেল সরাসরি নিষেধাজ্ঞার আওতায় নেই এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক নির্ধারিত বর্তমান মূল্যসীমার নিচে তেল কিনছে।
নিউইয়র্ক টাইমস শনিবার দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারত সরকারের নীতিতে কোনও পরিবর্তন হয়নি। ভারতীয় সরকারি কর্তৃপক্ষ তেল ক্রয়ের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে, শুক্রবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, রাশিয়ার সাথে ভারতের স্থির এবং সময়-পরীক্ষিত অংশীদারিত্ব রয়েছে।
জয়সওয়াল বলেন, ‘আমাদের জ্বালানি উৎসের প্রয়োজনীয়তা সম্পর্কে … বাজারে কী পাওয়া যায়, কী অফার করা হয় এবং বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতি বা পরিস্থিতি কী তাও দেখি।’
হোয়াইটহাউস তাৎক্ষণিকভাবে এ মন্তব্যের কোনো জবাব দেয়নি।
সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্রমবর্ধমান অধৈর্যতা প্রকাশ করেছেন ট্রাম্প।
ট্রাম্প হুমকি দিয়েছেন, রাশিয়া যদি ইউক্রেনের সাথে একটি বড় শান্তি চুক্তিতে না পৌঁছায়, তবে রাশিয়ার তেল কেনা দেশগুলো থেকে মার্কিন আমদানির ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে।
রাশিয়া ভারতের শীর্ষস্থানীয় সরবরাহকারী, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ভোক্তা, যা ভারতের মোট সরবরাহের প্রায় ৩৫%।
সূত্রের বরাতে রয়টার্সের তথ্য অনুসারে, ভারত এই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিদিন প্রায় ১.৭৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে, যা এক বছর আগের তুলনায় ১% বেশি।









