যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে দূরত্বের মাঝেই মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক (জিই) অ্যারোস্পেস থেকে তার দেশীয় তেজাস যুদ্ধবিমানের উন্নত সংস্করণের জন্য ১১৩টি ইঞ্জিন কেনার এক চুক্তি স্বাক্ষর করেছে ভারত।
গতকাল শুক্রবার (৮ অক্টোবর) দুই সংস্থা ১১৩টি এফ৪০৪-জিই-আইএন২০ জেট ইঞ্জিন কেনার জন্য চুক্তি সম্পন্ন করে। এতে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধ বিমান উৎপাদনে বিশেষ সুবিধা হবে।
২০২৭ থেকে ২০৩২ সালের মধ্যে এই ইঞ্জিন এবং অন্যান্য প্রয়োজনীয় প্যাকেজ সরবরাহ করবে জিই।
জানা গেছে, ৯৭টি উন্নত তেজাসের দাম আনুমানিক ৬৫ হাজার কোটি টাকা। ভারতীয় রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর তৈরি নকশা অনুযায়ী তৈরি হবে যুদ্ধবিমানগুলো।
এর আগে, চলতি বছরের জুন মাসে হ্যালের চেয়ারম্যান জানিয়েছিলেন, ওই যুদ্ধবিমানের এফ৪০৪ ইঞ্জিন সরবরাহকারী মার্কিন সংস্থা ‘জিই অ্যারোস্পেস’-এর দেরির কারণেই নির্ধারিত সময়ের মধ্যে বিমানগুলি পৌঁছে দিতে দেরি হচ্ছে তাদের।








