মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘এ’ গ্রুপে টানা দুই জয় তুলেছে ভারত ও শ্রীলঙ্কা। দিনের দুই ম্যাচে দুদলের জয়ে শীর্ষে ভারত, দুইয়ে শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচে হেরে আসর শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। স্বাগতিক মালয়েশিয়া সবার নিচে।
দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের শ্রীলঙ্কা হারিয়েছে ৮১ রানে। ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা চামোদি প্রাবোদা। অপর ম্যাচে ভারত স্বাগতিক মালয়েশিয়াকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। ৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা বৈষ্ণবি শর্মা।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক মানোদি নায়াক্করা। সানজানা কাভিন্দি ৩৯ ও দহমি সানেথমা ৩১ রান করেন। উইন্ডিজের সেলেনা রস ২ উইকেট নেন।
জয়ের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৮৫ রানে অলআউট হয়। সর্বোচ্চ ২৪ রান করেন সামারা রামনাথ। চামোদি প্রাবোদার ৩ উইকেটের পর ২টি করে উইকেট নেন আসেনি থালাগুণা ও লিমানসা তিলকারত্নে।
দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া ভারতের বিপক্ষে নেমে ৩১ রান করে অলআউট হয়। দলটির কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ওপেনার গঙ্গোদি তৃষার ১২ বলে ২৭ রানের সুবাদে ১০ উইকেটে জয়ের বন্দরে নোঙর করে ভারত।









