পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারত এবং দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা জিতে সিরিজে ১-১ সমতা বিরাজ করছিল। তৃতীয় ম্যাচে সফরকারীদের বড় ব্যবধানে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। এ জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আর্শদীপ সিং।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাটে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে ১১৭ রান তুলে গুটিয়ে যায় এইডেন মার্করামের দল। জবাবে ১৫.৫ ওভারে ৩ উইকেট ২৫ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে নোঙর করে ভারত।
ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাউথ আফ্রিকার তিন ব্যাটার ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৪৬ বলে ৬১ রানের ইনিংস এসেছে অধিনায়ক মার্করাম থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ডনোভান ফেরেইরা। এছাড়া শেষ দিকে পেসার এনরিখ নর্টজে ১২ রান করেন।
এ ম্যাচে ভারতীয় অধিনায়ক ছয় বোলার ব্যবহার করেছেন। সবাই তার প্রতিদান দিয়ে উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, হারশিত রানা, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে।
স্বল্প রানের জয়ের লক্ষ্যে ওপেনিংয়ে ৬০ রান তোলেন শুভমন গিল ও অভিষেক শর্মা। অভিষেক ১৮ বলে ৩৫ রান করে করবিন বোসের বলে আউট হন। ২৮ রানে সাজঘরে ফেরেন গিল। তৃতীয় সর্বোচ্চ ২৬ রানে অপরাজিত থাকেন তিলক ভার্মা। যাদবের থেকে আসে ১২ রান।
একটি করে উইকেট নেন সাউথ আফ্রিকার তিন পেসার লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন এবং বোস।









