সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল স্বাগতিক ভারত। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। সেঞ্চুরিতে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল।
বিশাখাপট্টমের রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাটে নেমে ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান করে সাউথ আফ্রিকা। জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়ে ২৭১ রান করে ভারত। ৯ উইকেটের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে রাখে লোকেশ রাহুলের দল।
টসে হেরে ব্যাটিংয়ে নামা সাউথ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক সেঞ্চুরিতে ১০৬ রান করেন। ৮৯ বলের ইনিংসে ৮টি জার এবং ৬টি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। ২৯ রান আসে ডিলাইড ব্রেভিসের থেকে। প্রোটিয়াদের অন্য ব্যাটার ম্যাচে তেমন প্রভাব রাখতে পারেননি।
ভারতের পেসার প্রসিধ কৃষ্ণা এবং বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব নেন ৪ উইকেট। একটি করে উইকেট নেন আর্শদীপ সিং এবং রবীন্দ্র জাদেজা।
জবাব দিতে নেমে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জয়সওয়াল। রোহিত শর্মা ৭৫ রান করে কেশব মহারাজের শিকার হন। ৬৫ রানে অপরাজিত থাকেন আগেই দুই ম্যাচে টানা সেঞ্চুরি করা বিরাট কোহলি।









