গৌহাটি টেস্টে প্রথম ইনিংসে পাঁচশোর কাছাকাছি সংগ্রহ গড়েছে সাউথ আফ্রিকা। স্বাগতিকদের ব্যাটে পাঠিয়ে বল হাতে ঝড় তুলেছেন মার্কো জানসেন। পাশাপাশি সিমন হার্মেরের ঘূর্ণিতে ফলোঅন এড়ানোর আগেই গুটিয়ে যায় ভারত। বাগে পেয়েও অবশ্য রিশভ পান্টদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে পাঠায়নি প্রোটিয়ারা, নিজেরাই নেমে গেছে ব্যাটিংয়ে।
শনিবার শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৫১.১ ওভারে ৪৮৯ রানে থামে। জবাবে ভারতের প্রথম ইনিংস থামে ৮৩.৫ ওভারে ২০১ রানে। ২৮৮ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে কোন উইকেট না হারিয়ে ৮ ওভারে ২৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।
৩১৪ রানে এগিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন রায়ান রিকেলটন (১৩*) এবং এইডেন মার্করাম (১২*)।
৬.১ ওভারে ৯ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। ৬৫ রানে উদ্বোধনী জুটি ভাঙে। লোকেশ রাহুল ফেরেন ২২ রানে। ৯৫ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা, ৯৭ বলে ৫৮ করে আউট হন যশ্বী জয়সওয়াল।
এরপর ধস নামে ভারতের ব্যাটিংয়ে। ২৭ রান যোগ করতে গিয়ে আরও ৫ উইকেট হারায় তারা। ১২২ রানে ৭ উইকেট হারানো স্বাগতিকদের হাল ধরেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। দুজনে অষ্টম উইকেটে ৭২ রান যোগ করেন। দলীয় ১৯৪ রানে সুন্দর ফিরলে জুটি ভাঙে। ৯২ বলে ৪৮ রান করেন তিনি।
এরপর আর ৫ রান যোগ করে বাকি দুই উইকেট হারায় ভারত। কুলদীপ ১৯ রান করেন। সাই সুদর্শন করেন ১৫ এবং নিতিশ কুমার রেড্ডি ১০ রান করেন। বাকিদের কেউ ৭ রানের বেশি করতে পারেননি।
প্রোটিয়া পেসার মার্কো জানসেন ১৯.৫ ওভারে ৪৮ রানে ৬ উইকেট নেন। অফস্পিনার সিমন হার্মের ২৭ ওভারে ৬৪ রান খরচায় নেন ৩ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন সেনুরান মোত্তুস্বামী। ২০৬ বলে ১০৯ রান করেন তিনি। ৯১ বলে ৯৩ রান করেন নয়ে নামা মার্কো জানসেন। ত্রিস্তান স্টাবস ৪৯, কাইল ভেরেইন্নে ৪৫, টেম্বা বাভুমা ৪১, এইডেন মার্করাম ৩৮, রায়ান রিকেলটন ৩৫ এবং টনি ডি জর্জি ২৮ রান করেন।
ভারতের হয়ে প্রথম ইনিংসে কুলদীপ যাদব ৪ উইকেট নেন। রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট।









