পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছিল সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ১-১ সমতা এনেছে এইডেন মার্করামের দল। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ওটানেল বার্টম্যান।
নিউ চন্ডিগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাটে নেমে ঝড় তোলা প্রোটিয়ারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১০ উইকেট খুইয়ে ১৬২ রানে থামে ভারত। ৫১ রানের জয়ে সিরিজে সমতায় আসে সফরকারীরা।
প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেছেন উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক। প্রায় দুইশ স্ট্রাইকরেটের ইনিংসে ৭টি ছক্কা এবং ৫টি চারের মার ছিল। ৯০ মিনিট ক্রিজে থেকে ৪৬ বল খেলে ভারতীয় বোলারদের নাজেহাল করেছেন বাঁহাতি ডি কক। দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়েন তিনি।
সাউথ আফ্রিকার বড় স্কোরের পথে ১৬ বলে ৩০ রান আসে ডনোভান ফেরেইরার থেকে। ২৯ রান করেন অধিনায়ক মার্করাম। ডেভিড মিলার ১২ বলে ২০ রান করেন। ভারত ২২ রান অতিরিক্ত খাতে দিয়েছে।
এদিন প্রোটিয়া ব্যাটারদের কাছে পাত্তা পাননি আশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ বা হার্দিক পান্ডিয়ারা। ৪ ওভার করে বল করে কোন উইকেট ছাড়াই ৫৪ রান দিয়েছেন আর্শদীপ, ৪৫ রান দিয়েছেন বুমরাহ। বরুণ চক্রবর্তী নিয়েছেন ২টি উইকেট, একটি নিয়েছেন অক্ষর প্যাটেল।
বড় লক্ষ্যে নেমে প্রথম ওভারে লুনগি এনগিদির বলে শূন্য রানে বিদায় নেন শুভমন গিল। দ্বিতীয় ওভারে মার্কো জানসেনের সুইংয়ে কাটা পড়েন মারকুটে ওপেনার অভিষেক শর্মা। চতুর্থ ওভারে জানসেনের বলেই কাটা পড়েন ৫ রান করা অধিনায়ক সূর্যকুমার যাদব।
ভারতের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন তিলক ভার্মা। একাই দলকে টেনে নিয়েছেন সামনের দিকে, খেলেছেন ৩৪ বলে ৬২ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে জিতেশ শর্মার থেকে। অক্ষর প্যাটেল ২১ ও হার্দিক পান্ডিয়া ২০ রান করেন।
সাউথ আফ্রিকার পেসার ওটানেল বার্টম্যান নিয়েছেন ৪টি উইকেট। মার্কো জানসেন, লুথো সিমপালা, লুনগি এনগিদি ২টি করে উইকেট নিয়েছেন।









