টি-টুয়েন্টি বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেতে পারতো ভারত। অনুশীলনের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তবে দ্রুত চিকিৎসার পর তার অবস্থা স্বাভাবিক আছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
শনিবার নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় আঙুলে চোট পান রোহিত। এ মাঠেই গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ গড়াবে।
অনুশীলনের সময় ৩৭ বর্ষী রোহিতের আঙুলে বল লাগে, সাথে সাথেই গ্লাভস খুলে ফেলেন তিনি। পাশে থাকা মেডিকেল টিম দ্রুত তার কাছে গিয়ে শ্রশ্রুষা শুরু করে।
প্রাথমিক চিকিৎসা শেষে আবারও পুরোদমে অনুশীলন শুরু করেন ভারতীয় অধিনায়ক। গ্রুপপর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার সময় রোহিত বাইসেপে আঘাত পেয়েছিলেন। তবে সেই আঘাতটিও খুব বেশি গুরুতর ছিল না।
গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত-পাকিস্তান দুদল রোববার রাত সাড়ে ৮টায় মাঠে নামছে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হবে। ভেন্যুটির আউটফিল্ড এবং পিচ নিয়ে ইতিমধ্যে বেশ বিতর্কের জন্ম দিয়েছে।









