নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। শিরোপার পর প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে ভারতীয়দের উন্নতির আধিপত্যের দেখা মিলেছে। বোলিংয়েও দারুণ উন্নতি হয়েছে দলটির।
আইসিসির সবশেষ হালনাগাদে ব্যাটিংয়ে শীর্ষ ধরে রেখেছেন ভারতের ডানহাতি ওপেনার শুভমন গিল। দুইয়ে পাকিস্তানের বাবর আজম। দুধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আসরে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক রান করেও একধাপ নিচে নেমে গেছেন বিরাট কোহলি।
কোহলির অবস্থান এখন পাঁচে। একধাপ উন্নতি করে ছয়ে উঠে এসেছেন কিউই তারকা ব্যাটার ড্যারিল মিচেল। সাতে আছেন আইরিশ হ্যারি টেক্টর। আটে সদ্যগত আসরে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করা শ্রেয়াস আয়ার। নয়ে লঙ্কান চারিথ আশালাঙ্কা। সেরা দশে আছেন আফগানিস্তানের হয়ে এবারের আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলা ওপেনার ইব্রাহিম জাদরান।
সেরা ৩০-এর মধ্যে নেই বাংলাদেশের কোনো ব্যাটার। ৩১তম অবস্থানে আছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বোলিংয়ে শ্রীলঙ্কান মাহেশ থিকশানা শীর্ষে। ছয় ধাপ উন্নতি করে দুইয়ে উঠে এসেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তিন ধাপ উন্নতি করা কুলদীপ যাদব তিনে। তিন ধাপ উন্নতি করে সেরা দশে উঠে এসেছেন ভারত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এখানেও সেরা ৩০-এর মধ্যে নেই বাংলাদেশের কোনো বোলার। ৩১এ আছেন পেসার তাসকিন আহমেদ।
অলরাউন্ডারের মধ্যে সবার উপরে আমজতউল্লাহ ওমরজাই। দুইয়ে আছেন আরেক আফগান মোহাম্মদ নবী। তিনে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার একধাপ উন্নতি করে চারে উঠে এসেছেন। পাঁচে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। কিউই মাইকেল ব্রেসওয়েল সাত ধাপ ও রাচিন রবীন্দ্র আট ধাপ উন্নতি করে যথাক্রমে সাত ও আটে উঠে এসেছেন।









