যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, এ বিষয়ে এখনো আলোচনা চলছে, এখনই কোনো সিদ্ধান্ত হয়নি।
আজ ১৬ মে শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জয়শঙ্কর বলেন, সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। যেকোনো বাণিজ্য চুক্তি হতে হবে পারস্পরিকভাবে লাভজনক এবং উভয় দেশের জন্য কার্যকর। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো অনুমান টানার সুযোগ নেই।
এর আগে দোহায় এক ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভারত একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ না করেই মার্কিন পণ্য নিতে আগ্রহী। তিনি বলেন, তারা এমন একটি চুক্তি চায় যেখানে আমাদের ওপর কোনো শুল্ক থাকবে না।
এই বক্তব্যের পরই ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। যদিও দিল্লি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের—যেমন বারবন হুইস্কি ও মোটরসাইকেল—উপর শুল্ক কমিয়েছে, তবে ট্রাম্পের সাম্প্রতিক দাবির পক্ষে কোনো সরকারি সিদ্ধান্ত বা চুক্তি হয়নি বলে স্পষ্ট জানানো হয়।









