ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে। বোর্ডের বিজ্ঞপ্তির পর পদটির জন্য আবেদন পড়েছে অসংখ্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রে খবর, প্রায় ৩০০০ আবেদন পড়েছে কোচ হতে। তালিকায় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও আছে!
এমন ঘটনা ঘটেছে মূলত বিসিসিআইয়ের পলিসির কারণে। প্রধান কোচের আবেদন ফর্মটি গুগুল ফর্মে তৈরি করা এবং বোর্ড সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রেখেছিল। ফলে তারকা, রাজনৈতিক নেতা, ক্রিকেটারসহ অনেকের নাম ব্যবহার করে কিছু মানুষ এমন আবেদন করে রেখেছে। এভাবেই শচীন-মোদি-অমিত শাহের নাম আবেদনকারীর মাঝে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সাবেক ওপেনার ও বিজেপির লোকসভার সদস্য গৌতম গম্ভীর। বিসিসিআই বলছে, তারা সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, স্পিনার হরভজন সিং এবং মারকুটে সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের নামও পেয়েছে।
বিসিসিআইয়ের এক কর্তাব্যক্তি জানিয়েছে, ‘গতবছরও, বিসিসিআই অনেক সাড়া পেয়েছিল এবং সেবারের গল্পও প্রায় একইরকম ছিল। বোর্ড গুগল ফর্মে আবেদন করতে বলেছে এ কারণে যে, এখান থেকে নাম যাচাই-বাছাই সহজ হবে।’
বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুসারে, ‘আবেদনকারীকে মার্ক অ্যাথলেটদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং চাপ সামলানো ও সহযোগিতার মনোভাব থাকতে হবে। এমন একটি বিশ্বমানের দল গড়তে হবে যেখানে সব পরিস্থিতিতে জয়ের মানসিকতা থাকবে, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় ও অংশীজনের দৃষ্টিভঙ্গিকে অনুপ্রাণিত করে।’









