ভারত-পাকিস্তান ম্যাচের টানটান উত্তেজনা, রোমাঞ্চ যেন এখন ফিকে। আধিপত্যে ব্যবধান দিনকে দিন বাড়িয়ে চলেছে ভারত। পার্থক্য তারা আরও একবার বুঝিয়ে দিল এশিয়া কাপে। পাকিস্তানকে উড়িয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। স্বদেশের এমন পারফরম্যান্স দেখে হতাশা লুকিয়ে রাখতে পারেননি সাবেক পেসার শোয়েব আখতার। তার মতে, ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না পাকিস্তান।
গ্রুপপর্বের লড়াইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে ২৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
পরে শোয়েব বলেছেন, ‘শুরুতে ব্যাট করুক কিংবা শেষে, পাকিস্তান ১৩০ রানের বেশি করতে পারত না। সেটাই হয়েছে। হতাশাজনক পারফরম্যান্স বলা যাবে না। ভালো ব্যাপার হচ্ছে, সাইম আইয়ুবকে আমরা নতুন স্পিনার হিসেবে পেয়েছি। ৩৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছে। খুব ভালো ব্যাপার।’
পাকিস্তানের পারফরম্যান্সে নিয়ে সাবেক পেসার বলেছেন, ‘পার্থক্যটা আপনার জানা হয়ে গেছে। অন্যরা যেখানে অনেক উঁচু স্তরের ক্রিকেট খেলছে, আমরা ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছি না। এরমধ্য দিয়ে আমাদের ক্রিকেটের মান কেমন, সেটা জানা হয়ে গেল। কোন কৌশল নেই, সিঙ্গেল নিতে পারে না এবং মানসম্পন্ন ব্যাটার নেই। ওদের সূর্যকুমার যাদবকে দেখুন। সুইপ মারছে, কাট করছে, আবার সিঙ্গেলও নিচ্ছে। মানের দিক থেকে আমাদের অনেক ঘাটতি আছে। আমরা এমন দল নই, যারা সাউথ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা সহযোগী দেশগুলোর চেয়ে সামান্য একটু ভালো দল।’









