পাকিস্তানে গিয়ে ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে নাটকীয়তা বাড়ছেই। টিম ইন্ডিয়াকে পাকিস্তানে আনতে চেষ্টার কমতি রাখছে না আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চেষ্টার অংশ হিসেবে আলোচনায় আসে নিজেদের দেশ থেকে আসা-যাওয়া করেও যেন রোহিতরা খেলতে পারেন, সেই সুযোগ রাখার প্রস্তাব দেয়া হয়েছে। আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না পেলেও ভারতীয় ক্রিকেট বোর্ড আগেভাগেই সেটি খারিজ করে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ভারতকে। পাকিস্তানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে প্রতিটি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলকে ম্যাচের দিনই দেশে ফেরার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল সেই প্রস্তাবে। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, এমন কোনো প্রস্তাব তারা পায়নি। যদি পায়ও সেটি বাতিল করা হবে।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যু লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা রয়েছে। ভারত দলের লজিস্টিক্যাল সুবিধার জন্য পিসিবি তাদের ম্যাচগুলো সীমান্ত থেকে নিকটবর্তী লাহোরে রেখেছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ।









