এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। একাদশে আছেন বিরাট কোহলি। টি-টুয়েন্টিতে ১৪তম ক্রিকেটার হিসেবে ১০০তম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ৩৩ বর্ষী এ মহাতারকা।
বাবর আজমের একাদশে আধিক্য থাকছে পেসারের। টেস্ট, ওয়ানডে রাঙিয়ে টি-টুয়েন্টিতে অভিষেক হল ১৯ বর্ষী পেসার নাসিম শাহর। দলের পেস আক্রমণের নেতৃত্ব থাকছেন তিনিই। শাহীন আফ্রিদির পর আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম চোটে ছিটকে গেলে কপাল খুলেছে হাসান আলির। প্রথম ম্যাচের একাদশে অবশ্য জায়গা হয়নি তার। নাসিমের সাথে পেস আক্রমণে থাকছেন হারিস রউফ, শাহনেওয়াজ দিহানি ও আসিফ আলী।
পাকিস্তানের পেস আক্রমণের বিপরীতে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ভারত। রবীন্দ্র জাদেজার সাথে স্পিন আক্রমণে থাকছেন চাহাল। পেসে ভূবনেশ্বর কুমারের সাথে আছেন আভেষ খান, আর্শদীপ ও হার্দিক পান্ডিয়া। পান্ট ছিটকে যাওয়ায় রাখা হয়েছে কার্তিককে। করোনা জয় করে ফিরে আসা রাহুল দ্রাবিড়ই থাকছেন প্রধান কোচের ভূমিকায়।
টি-টুয়েন্টিতে মোট ৯ বার মুখোমুখি হয়েছে দল দুটি। জয়ের পাল্লায় এগিয়ে ভারত। তাদের জয় ৭ ম্যাচে। দুই জয় পাকিস্তানের। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারানোর সুখস্মৃতি রয়েছে পাকিস্তানের।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, আভেষ খান, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আসিফ আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহনেওয়াজ দাহানি, হারিস রউফ, নাসিম শাহ।







