ভারত বোলারদের তোপে ভারতের বিপক্ষে লড়াই জমানোর মত সংগ্রহ টাও করতে পারেনি পাকিস্তান। এরপর বল হাতেও ভারতের পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছেন পাকিস্তান বোলাররা। ফলাফল এশিয়া কাপে আরও একটি বড় জয় ভারতের। সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে আসর শুরু করা দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটে।
গ্রুপপর্বের লড়াইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে নেমে ২৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
ভারত ব্যাটারদের কেবল ৩টি উইকেট নিতে পেরেছেন পাকিস্তান বোলাররা। ২২ রানে শুভমন গিল ফেরেন ৭ বলে ১০ রান করে। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ৪টি চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩১ রান করে অভিষেক শর্মা ফেরেন। ৯৭ রানে তিলক ভার্মা ফেরেন। ২ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৩১ রান করেন। পরে শিভম দুবেকে নিয়ে জয় নিশ্চিত করেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়ক ৫ চার ও এক ছক্কায় ৩৭ বলে ৪৭ রান করেন। ৭ বলে ১০ রান করেন দুবে।
পাকিস্তান বোলারদের মধ্যে তিনটি উইকেটই নিয়েছেন সাইম আইয়ুব।
ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুবকে ফেরান হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারে মোহাম্মদ হারিস জাসপ্রীত বুমরাহ’র শিকার হন। ৬ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট ৩৯ রান যোগ করেন ফখর জামান ও ফারহান।
দলীয় ৪৫ রানে ফখর ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ৮৩ রানে ফিরে যান ফারহান। পাকিস্তান অধিনায়ক ১ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৪০ রান করেন। এরপর শাহিন শাহ আফ্রিদি টেনে নেন দলকে। শেষ অবধি ৯ উইকেটে ১২৭ রানে থামে পাকিস্তান। ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ রান করেন আফ্রিদি।
ভারত বোলারদের মধ্যে কুলদীপ যাদব ৩ উইকেট নেন। জাসপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন।









