প্রথমবার ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের পর নানা নাটকীয়তায় ফাইনালের অনুষ্ঠান শেষ হয়েছে। ভারত ৫ উইকেটের বড় জয়ের পর শিরোপা নিতে মঞ্চে আসেনি। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা রানার্সআপের ডামি চেক নিয়েও দূরে ছুঁড়ে ফেলেছেন। ফাইনালে স্পোর্টসম্যানশিপের বাইরে রাজনৈতিক আচরণ করেছেন বেশি দুদল। এ নিয়ে কথা বলেছেন দুদলের সাবেক খেলোয়াড় ও ভারতীয় শিবসেনা নেতা।
পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল বলেছেন, ‘পাকিস্তান বোর্ডের এখনই ঘোষণা করা উচিত যে, আমরা আর কখনই ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। দেখা যাক আইসিসি বিষয়টি নিয়ে কী ব্যবস্থা নেয়। এর জন্য আর কোন ধরণের প্রমাণের প্রয়োজন আছে! কিন্তু বিসিসিআইয়েরই একজন আইসিসি পরিচালনা করছেন- সেখানে তিনি কি ব্যবস্থা নেবেন?’
এশিয়া কাপের শিরোপা অনুষ্ঠান নিয়ে বিরক্ত ভারতের সাবেক রবি শাস্ত্রী। ভারতীয় এক মাধ্যমে তিনি বলেন, ‘সমর্থকেরা এখন এখানে, হৈচৈ করছে, পরিবেশটা ফাইনাল খেলার যোগ্য। তারপরও আমরা আমরা ৪৫ মিনিট ধরে বসে আছি, কী হচ্ছে তা না জেনে। ব্যাপারটি হাস্যকর।’
ভারতের শিরোপা বর্জনের ব্যাপারে একহাত নিয়েছেন শোয়েব মালিক। তিনি বলেছেন, ‘শুধু দেখেন কি পরিমাণ চাপ নিতে হয়েছে এশিয়া কাপ জিততে। কেমন উত্তাপের মধ্যে তারা খেলেছে। তারা কঠোর পরিশ্রক করেছে। তারা এত পরিশ্রম কেন করেছে? এশিয়া কাপ এবং আসর জিততে! তারপর কি হল, তারা শিরোপা নিতেই আসল না। আজ তারা এভাবে উদযাপন করছে। কিন্তু কিছুদিন পর এটাই তাদের উপর চেপে বসবে।’
পাকিস্তানের সাবেক খেলোয়াড় বাজিদ খান বলেছেন, ‘এটা সীমাহীন একটি ব্যবস্থা। ভারত হ্যান্ডশেক করছে না। আমার মনে হয় যদি এশিয়া কাপ এভাবেই অনুষ্ঠিত হয়, তাহলে বিশ্ববাসীর কাছে কী বার্তা যাবে যে আপনি এই টুর্নামেন্ট খেলছেন? শত্রুতা কেবল বাড়ছে। এমনটা আগে কখনও হয়নি। ভারতীয়রা কাপটি পায় না।’
ভারতের শিরোপা বর্জনের ব্যাপারে সবচেয়ে বড় তোপটি মেরেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পিসিবি প্রধান মোহসিন নাকভীর সাথে করমর্দন করছেন এমন একটি ভিডিওর আংশিক প্রকাশ করেছেন তিনি। সেটি অবশ্য আসর শুরুর আগের একটি ভিডিও যেখানে যাদব নাকভির সাথে হ্যান্ডশেক করছেন।

ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে ভারতের হ্যান্ডশেক না করা নিয়ে তিনি লিখেছেন, ‘ক্যামেরার সামনে জাতীয়তাবাদের নাটক। যদি সত্যিই দেশপ্রেম আপনার রক্তে থাকত, তাহলে পাকিস্তানের সাথে মাঠে একসাথে হতেন না। শুরু থেকে শেষ পুরোটাই নাটক। ভারতীয় জনগণের সাথে খেলা হচ্ছে।’
‘বিজেপির ভুয়া দেশপ্রেমিক এবং ভক্তদের সম্পর্কে আমি জানি না, কিন্তু প্রকৃত দেশপ্রেমিকরা গতকাল ম্যাচটি দেখেনি। পিসিবি প্রধান নাকভির কাছ থেকে ট্রফি নাওনি, কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করেছি যেখানে দেখা যাচ্ছে ভারতীয় অধিনায়ক তাদের সাথে করমর্দন করছেন, চা খাচ্ছেন এবং ছবি তুলছেন। তুমি কি মনে কর জনগণ বোকা?’









