কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর দুপক্ষের মধ্যে উত্তেজনা চরমতুঙ্গে। প্রভাব পড়েছে ক্রিকেটে, খেলা স্থগিত হচ্ছে, ব্যাট-বলের লড়াইয়ের ভেন্যু সরিয়ে নিতে হচ্ছে। রাজনীতির সেই আক্রমণ-পাল্টা আক্রমণ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন, ‘বিশ্ব সাক্ষী থাকুক। একটি পক্ষ রাতের আঁধারে তাদের প্রতিবেশী দেশের আকাশসীমা লঙ্ঘন করে, সরাসরি বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে। এতে নারী ও শিশু লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। ২৫টির বেশি ড্রোন পাকিস্তানের রাস্তা, পার্ক ও আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।’
‘এধরনের আক্রমণ কেবল নৈতিকভাবে অপ্রতিরোধ্যই নয় বরং আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধাপরাধের শামিল হতে পারে। পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল মেপে নেয়া এবং দৃঢ়- যা সামরিক পেশাদারিত্ব এবং নৈতিক দায়িত্ববোধের প্রতিচ্ছবি। বিভিন্ন অঞ্চলে আকাশসীমা লঙ্ঘনকারী পাঁচটি ফাইটার যুদ্ধবিমান এবং ২৫টি ড্রোনকে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।’
আফ্রিদি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে লিলেছেন, ‘এই ভয়ানক উস্কানির পর জাতিসংঘ ও বিশ্বনেতাদের উচিত দ্রুত হস্তক্ষেপ করে এই যুদ্ধাপরাধের তদন্ত শুরু করা এবং দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আরও উত্তেজনা প্রতিরোধ করা। চলুন, আরেকটি মানবিক বিপর্যয় এড়াই।’









