টি-টুয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন দল। চোটের কারণে ম্যাচে ছিলেন না তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। দ্বিতীয় ম্যাচে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচেও স্পিন অলরাউন্ডারকে পাওয়া অনিশ্চিত দলটির।
গত মাসে ইংল্যান্ডের সিরিজে চতুর্থ টি-টুয়েন্টির আগে অনুশীলনের সময় চোট পান ইমাদ। সে কারণে চতুর্থ ম্যাচটিও খেলা হয়নি তার। সাইড স্ট্রেইনের (পাজরের এক পাশে ব্যথা) চোট না সারায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেও ছিটকে যান। এবার ভারত ম্যাচে ফেরা নিয়ে শঙ্কা রয়েছে লেগস্পিন অলরাউন্ডারের।
শনিবার পাকিস্তান দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ইমাদ। তার নেট বোলিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে পিসিবি। সেখানে বুঝা গেছে এখনও পুরোপুরি ফিট নন এই অলরাউন্ডার। অর্থাৎ, ভারত ম্যাচে তার ফেরা অনিশ্চিত। তবে ম্যাচের দিন ফিটনেস মূল্যায়ন করে ইমাদের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান।
২০২৩ সালের শেষ দিকে অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ইমাদ ওয়াসিম। পিসিবির অনুরোধে চার মাস পর চলতি বছর মার্চে অবসর ভেঙে ফেরেন এই স্পিন অলরাউন্ডার। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৭২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলছেন ইমাদ। ব্যাট হাতে ১৩৪.৭৬ স্ট্রাইকরেটে ৫৩৫ রানের পাশাপাশি বল হাতে এ৬.৩০ ইকোনমিতে ৭০ উইকেট নেন এই অলরাউন্ডার।









