এশিয়া কাপ টি-টুয়েন্টিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ভালোই লড়াই করেছিল ওমান। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও ব্যাটে বলে ভাল করেছিল দলটি। তবে ২১ রানে হেরে খালি হাতেই ফিরতে হচ্ছে যতীন্দর সিংদের।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ভারত। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৮৮ রান করে তারা। জবাবে নেমে ওমান ৪ উইকেটে ১৬৭ রানে থামে।
জয়ে ‘এ’ গ্রুপের লড়াইয়ে ভারত ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে খেলবে। ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে খেলবে পাকিস্তান।
আগে ব্যাটে নামা ভারত ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৬ রান করেছেন সাঞ্জু স্যামসন। তার ৪৫ বলের ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কার মার। ২ ছক্কা ও ৫ চারে ১৫ বলে ৩৮ রান করেন অভিষেক শর্মা। ১৩ বলে ২৬ রান করেন অক্ষর প্যাটলে। এছাড়া তিলক ভার্মার ব্যাট থেকে আসে ১৮ বলে ২৯ রান।
ওমান বোলারদের হয়ে শাহ ফয়সাল, জিতেন রামনন্দী ও আমির কালেম ২ উইকেট নেন।
রানতাড়ায় নেমে ওমানের দুই ব্যাটার ফিফটি করেছেন। ৭ চার ও ২ ছক্কায় ৪৬ বলে ৬৪ রান করেন আমির কালিম। ৫ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৫১ রান করেন হামাদ মির্জা। ৩৩ বলে ৩২ রান করেন যতীন্দর সিং।
ভারতীয় বোলারদের হয়ে কুলদীপ যাদব, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিং একটি করে উইকেট নেন।









