দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ এর নবম আসরের ফাইনাল হবে রোববার। ভারত ও নিউজিল্যান্ডের জমজমাট প্রত্যাশার ফাইনালের জন্য আম্পায়ারের নাম জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিকেল তিনটায় শুরু হবে শিরোপা মহারণ।
ফাইনাল ম্যাচের জন্য অনফিল্ড আম্পায়ার থাকবেন অস্ট্রেলিয়ান পল রেইফেল এবং ইংলিশ রিচার্ড ইলিংওয়ার্থ। ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন থার্ড আম্পায়ার এবং শ্রীলঙ্কান কুমার ধর্মসেনা ফোর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাবেন।
আরেক শ্রীলঙ্কান রঞ্জন মধুগালে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন। রেইফেল সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার ছিলেন। প্রথম সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে ইলিংওয়ার্থ অনফিল্ডে ছিলেন।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারতের দেশটিতে যেতে আপত্তির মুখে হাইব্রিড মডেলে আসর আয়োজিত হচ্ছে পাকিস্তান ও দুবাইয়ে। ভারতের শর্ত ছিল তারা ফাইনালে উঠলে দুবাইতে ম্যাচ হবে।









