বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ভারত। ৪৬ রানে স্বাগতিকদের থামানোর পর প্রথম দিন শেষে ১৩৪ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড।
ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিউই বোলারদের তোপে ৩১.২ ওভার ব্যাট করে ৪৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস। জবাবে নেমে প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৮০ রান তুলেছে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ২২ রানে এবং ড্যারিল মিচেল ১৪ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।
আগে ব্যাটে নেমে দিনের শুরুতেই হোঁচট খায় ভারত। ১০ রানেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায়। ২ রানে রোহিত শর্মা ফেরার পর বিরাট কোহলি ও শরফরাজ খান শূন্য রানে আউট হন। তৃতীয় উইকেট যশ্বী জয়সওয়াল ও রিশ্ভ পান্ট মিলে ২১ রান যোগ করেন। দলীয় ৩১ রানে জয়সওয়াল ফিরে যান ১৩ রান করে। এরপর ১৫ যান যোগ করেই বাকী উইকেট হারিয়ে থামে ভারতের ইনিংস। সর্বোচ্চ ২০ রান করেন পান্ট।
কিউইদের হয়ে ম্যাট হেনরি ৫ উইকেট নিয়েছেন। উইলিয়াম ও’র্রোক নেন ৪ উইকেট।
জবাবে নেমে ৬৭ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। টম লাথাম ফিরে যান ১৫ রান করে। ১৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। ৩৩ রানে ফিরে যান উইল ইয়ং। সেঞ্চুরির কাছাকাছি গিয়েছেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। ১০৫ বলে ৯১ রানের ইনিংস খেলে রবীচন্দ্রন অশ্বিনের শিকার হন। ১৫৪ রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে রাচিন ও মিচেল দিন শেষ করেন।
ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন ও কূলদীপ যাদব।









