ভারতে এসে টানা ছয় দিন টেস্টে মাঠে নামতে পারল না নিউজিল্যান্ড ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে গ্রেটার নয়ডা টেস্টের পাঁচদিন বৃষ্টিতে পণ্ড হওয়ার পর বেঙ্গালুরু টেস্টের প্রথমদিনে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেনি কিউইরা। ভারতে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন বৃষ্টিতে ভেসে গেলে আগেভাগেই খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারত-নিউজিল্যান্ড বেঙ্গালুরু টেস্টের প্রথমদিন এক বলও মাঠে গড়ায়নি। বেলা আড়াইটার দিকে অনবরত থেমে থেমে বৃষ্টির কারণে এবং মাঠ খেলার মতো উপযুক্ত করার সময় না থাকায় দিনের খেলা পরিত্যক্ত করা হয়। ডিআরএস পদ্ধতির স্থাপন করতেও প্রায় দুঘণ্টা সময়ের প্রয়োজন থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দ্বিতীয় দিনে ১৫ মিনিট আগে খেলা শুরু হবে এবং প্রথম ও দ্বিতীয় সেশনে ১৫ মিনিট করে অতিরিক্ত খেলা হবে। ৯০ ওভারের পরিবর্তে খেলা হবে ৯৮ ওভার। কিন্তু বুধবারের মতো পুরোপুরি খেলা বন্ধ না হলেও বৃহস্পতিবারও আবহাওয়ার বাগড়া থাকতে পারে।
ভারতের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার উপরে আছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে ভারত।









