একের পর এক বিধ্বংসী ব্যাটিং এবং রেকর্ড গড়ার পর এবার ভারতীয় জাতীয় শিশু পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার প্রদান করা হয় সূর্যবংশীকে। ১৪ বর্ষী সূর্যবংশী শিশুদের ৫–১৮ বছর ক্যাটাগরিতে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেয়া হয়েছে।
এই পুরস্কার ক্রীড়া, বীরত্ব, উদ্ভাবন, বিজ্ঞান, সমাজসেবা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেয়া হয়। অনুষ্ঠানে মোট ২০ জন কিশোর কৃতীকে সম্মানিত করা হয়, যাদের মধ্যে সূর্যবংশীও একজন।
রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকার কারণে তিনি বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফিতে মণিপুরের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি। সূর্যবংশীকে ভোরবেলাতেই পুরস্কার অনুষ্ঠানের জন্য হাজির হতে নির্দেশ দেয়া হয়েছিল।
পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি মুর্মু বলেন, সময়ের সীমাবদ্ধতার কারণে সবার নাম আলাদা করে বলা সম্ভব নয়, তবে প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। পাশাপাশি তিনি এই সাফল্যের পেছনে অভিভাবক ও পরিবারের সমর্থনের কথাও তুলে ধরেন।
এই মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে সূর্যবংশীর আর খেলার সম্ভাবনা কম। এখন তাঁর মনোযোগ পুরোপুরি আন্তর্জাতিক মঞ্চে। আশা করা হচ্ছে, আগামী ১৫ জানুয়ারি শুরু হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তিনি ভারত অনূর্ধ্ব-১৯ দলে যোগ দেবেন।
এর আগে বিজয় হাজারে ট্রফিতে উদ্বোধনী দিনে বুধবার ৩৬ বলে সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। তাতে লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন। ১৪ বছর ২৭২ দিনে রেকর্ড গড়লেন বিহারের বাঁহাতি ব্যাটার। ২০২৪ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে খেলে অভিষেক হওয়ার পর এটি ছিল তার সপ্তম ম্যাচ। তার ৮৪ বলের ইনিংসে ১৬টি চার এবং ১৫টি ছক্কার মার ছিল।
রাঁচিতে বিহারের হয়ে প্লেট লিগ ফিকশ্চারের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে এই কীর্তি গড়েন সূর্যবংশী। সিনিয়র ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে প্রথম সেঞ্চুরি এটি। ৩৬ বলে সেঞ্চুরির পর ১৫০ রান করেন ৫৯ বলে। পরে ৮৪ বল খেলে আউট হন ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা।









