লিওনেল মেসির ভারত সফরে শুরুটা হয়েছে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে। ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’র প্রথমদিনে আয়োজকদের ব্যর্থতায় তাকে ঠিকমতো দেখতে না পেয়ে কলকাতার সল্টলেকে হট্টগোল, ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের চেয়ার ভাঙচুর ও নানা সম্পদ লুট করার মতো ঘটনা ঘটিয়েছে। প্রধান আয়োজক শতদ্রু দত্তকে আটকও করে পুলিশ। তবে আর্জেন্টাইন মহাতারকার মুম্বাই সফর ঘিরে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
রোববার মুম্বাইয়ে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় ‘গোট কাপ’ ইভেন্টে উপস্থিত থাকার কথা রয়েছে মেসির। পরে তারকাদের নিয়ে একটি ফুটবল ম্যাচে অংশ নেবেন। বিকেল ৫টার দিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘গোট ইন্ডিয়া ট্যুরে’র মূল অনুষ্ঠানে যোগ দেয়ার কথা তার।
মুম্বাই পুলিশ জানাচ্ছে, স্টেডিয়ামের ভেতর পানির বোতল, ধাতব বস্তু, কয়েনসহ বিভিন্ন জিনিস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দর্শকদের উপর নজর রাখতে ওয়াচটাওয়ার বসানো হচ্ছে। হুড়োহুড়ি বা পদদলনের পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে।
‘লিওনেল মেসির মুম্বাই সফর সামনে রেখে দক্ষিণ মুম্বাইয়ের ব্রাবোর্ন ও ওয়াংখেড়ে স্টেডিয়ামের আশপাশে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কলকাতায় যে বিশৃঙ্খলা ও নিরাপত্তা ভাঙনের ঘটনা ঘটেছিল, তা মাথায় রেখে এখানে বিশ্বকাপ-স্তরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।’
মেসির সফর উপলক্ষে বিপুল ভিড়ের আশঙ্কায় দুই স্টেডিয়ামের আশপাশে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে, জানাচ্ছে মুম্বাই প্রশাসন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বিজয় মিছিল এবং বিশ্বকাপ ফাইনালের সময় এক লাখেরও বেশি দর্শক সামলানোর অভিজ্ঞতা রয়েছে মুম্বাই পুলিশের। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বড় ভিড় সামাল দিতে প্রস্তুত তারা।
ইভেন্টের টিকিটের দাম ছিল ৫ হাজার থেকে ২৫ হাজার রুপি। এত অর্থ দিয়ে টিকিট কেনার পর দর্শকরা স্বাভাবিকভাবেই উপযুক্ত পরিবেশ প্রত্যাশা করেন, পুলিশের পক্ষে বলা হচ্ছে প্রত্যাশার বাস্তবায়নে তারা কাজ করতে প্রস্তুত।









