১৯ নভেম্বর ফাইনালে না ডাকা নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। আবারও সংবাদের শিরোনাম হয়েছেন ৬৪ বর্ষী কপিল। ফাইনালে রোহিত শর্মাদের হার নিয়ে এবার কথা বলেছেন তিনি।
১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল আহমেদাবাদের ফাইনাল নিয়ে বলেছেন, ‘ তারা বর্তমান সময়ের ক্রিকেটার, আমি হতাশ তারা বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু ভালো খেলেছে। আমাদের মনে জয়ই প্রথম কথা। কিন্তু খেলার পথ বা ধরণ বেশ গুরুত্বপূর্ণ। অন্য দলটি সেদিন বেশ ভালো খেলেছিল। সেটার প্রতি সম্মান জানানো উচিত।’
‘আমি হতাশ এবং মর্মাহত যে তারা ভালো খেলেও কাপ জিততে পারেনি। কিন্তু এটা ব্যাপার না। আমরা এবার যেটা শিখতে পারিনি সেটা শিখি এবং ভালো করি। এটাই মূলত আমরা।’
পুরো আসর দুর্দান্ত খেলে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে ভারত। ৩৫০ বা ৪০০ রান করা দলটি ফাইনালে করে মাত্র ২৪০ রান। ছয় উইকেট হাতে রেখে সহজেই সেটা টপকে যায় অস্ট্রেলিয়া। আশাহত ভারতীয়রা এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি।







