ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন যশ্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছেন ১৭৩ রানে অপরাজিত থেকে। ২৩ বর্ষী ওপেনারে দাপুটে ইনিংসে ভর করে প্রথমদিনে তিনশতাধিক রান তুলেছে ভারত।
দিল্লিতে টসে জিতে আগে ব্যাটে নামে ভারত। প্রথম দিনের খেলা শেষে ৯০ ওভারে ২ উইকেটে ৩১৮ রান তুলেছে স্বাগতিক দল। জয়সওয়াল ২৫৩ বলে ১৭৩ রানে এবং শুভমন গিল ৬৮ বলে ২০ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
উদ্বোধনী জুটিতে ৫৮ রান তোলেন লোকেশ রাহুল ও জয়সওয়াল। ৩৮ রান করে রাহুল ফিরে গেলে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনকে নিয়ে জয়সওয়াল যোগ করেন ১৯৩ রান। ২৫১ রানে সুদর্শন ফিরে যান। ১৬৫ বলে ৮৭ রান করেন। পরে গিলকে নিয়ে ৬৭ রানের অপরাজিত জুটিতে দিনের খেলা শেষ করেন।
ক্যারিবীয় বোলার জোমেল ওয়ারিকান ২টি উইকেট নেন।









