ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চোট পেয়ে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন ভারতের অন্যতম ভরসা পেস-অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে পারেননি। পরে ফিরেছেন, কিন্তু ফর্ম ফিরে পাননি। এরপরও বিশ্বকাপ দলে তার থাকা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
চোট থেকে ফিরে আইপিএলে তেমন পারফর্ম না করতে পারলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন হার্দিক। ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন এসেছিল, চাপে পড়ে হার্দিককে দলে নেয়া হয়েছে। সেবিষয়ে কথা বলেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।
প্রধান নির্বাচক অজিত আগারকার সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, হার্দিকের নির্বাচন মূলত বিকল্প খেলোয়াড় না থাকার কারণে করা হয়েছে। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডারকে দলে রাখা হয়েছে মূলত চাপের কারণে। তবে কার বা কীসের চাপ ছিল, সেটি প্রতিবেদনে আসেনি।
জয় শাহ টি-টুয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে বলেছেন, ‘ফর্ম এবং অভিজ্ঞতার সমন্বয়ে এটি বেশ ভালো একটি দল। নির্বাচকরা শুধুমাত্র আইপিএলের পারফরম্যান্স দিয়ে দল নির্বাচন করতে পারেন না। বাইরের অভিজ্ঞতাও এখানে বেশ জরুরি।’
আগে খবর হয়েছিল, অধিনায়ক রোহিত শর্মা বা আগারকার কেউই হার্দিককে দলে রাখার পক্ষে ছিলেন না। তাকে দলে রাখা হয়েছে মূলত ‘চাপের’ কারণে।









