২০২৫-২৬ মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম চলছে। এরমধ্যে বেশকিছু খেলোয়াড়ের নিলাম হয়ে গেছে। রেকর্ড দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ভারতের ঘরোয়াতে খেলা দুজন অভিষেকে রেকর্ড দাম পেয়েছেন।
ভারতের উত্তর প্রদেশের ২০ বর্ষী বাঁহাতি স্পিনার প্রশান্ত বীর অভিষেক মৌসুমের নিলামে রেকর্ড ১৪.২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। একই দাম পেয়েছেন রাজস্থানের ১৯ বর্ষী উইকেটকিপার ব্যাটার কার্তিক শর্মা। আইপিএল নিলামে অভিষেকে সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড়ের রেকর্ড ভেঙেছেন তারা। দুজনকেই নিয়েছে চেন্নাই সুপার কিংস।
এতদিন রেকর্ড ছিল ভারতের ডানহাতি পেসার আভেশ খানের দখলে। ২০২২ সালে সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড় হিসেবে অভিষেক নিলামে ১০ কোটি রুপিতে তাকে নিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আভেশের সেই রেকর্ড ভেঙে দিলেন প্রশান্ত ও কার্তিক।
এছাড়া জম্মু এবং কাশ্মিরের পেসার আকিব নবীকে ৮.৪ কোটি রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। উইকেটকিপার ব্যাটার তেজস্বী দাহিয়া ৩ কোটিতে কলকাতা নাইট রাইডার্সে, ২.৬ কোটি রুপিতে মুকুল চৌধুরী লক্ষ্ণৌতে এবং পেসার নামান তিওয়ারি ১ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে নাম লিখিয়েছেন।









