বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশের সাথে সীমান্তে হাই-টেক সেন্সর মোতায়েন করেছে ভারত। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মাদক পাচার এবং মানব চোরাচালান রোধে এই পদ্ধতি ব্যবহার করেছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিএসএফ-এর এক কর্মকর্তার জানিয়েছে, দক্ষিণবঙ্গ সীমান্ত ৯১৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিরাপত্তা চেকপয়েন্ট এবং টহলের পাশাপাশি ইলেকট্রনিক নজরদারিও ব্যবহার করা হচ্ছে।
বিএসএফ-এর সেই কর্মকর্তার আরও জানান, ‘প্যান, টিল্ট এবং জুম’ ক্যামেরাসহ স্থায়ী ক্যামেরাগুলো দিয়ে সীমান্তে নজরদারি করা হচ্ছে। নাইট ভিশন এবং উন্নত সেন্সর যুক্ত এই ক্যামেরাগুলো সীমান্তের কাছাকাছি যে কোনও মানুষের কার্যকলাপ সনাক্ত করতে সক্ষম। এই নজরদারি ক্যামেরাগুলো থেকে তথ্য নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে প্রহরীদের কাছে পাঠানো হয়।
ওই কর্মকর্তা বলেন, “মাদক ও মানব পাচার প্রতিরোধে আমরা নিরাপত্তা কর্মী, প্রযুক্তি এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেছি।”
এএনআই-এর সাথে একটি সাক্ষাত্কারে, দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি (পিআরও), নীলোৎপল কুমার পান্ডে বলেছেন, আমাদের সৈন্যরা তাদের দায়িত্বের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের দায়িত্বের তাৎপর্য বোঝে। তারা সম্পূর্ণ নিষ্ঠার সাথে তাদের কাজগুলো সম্পাদন করছে।









