টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই আলোচনা ছিল ভারতের কোচের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর। বার্বাডোজে শিরোপা জিতিয়ে প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। নতুন করে চুক্তিতে তার আগ্রহ ও সুযোগ না থাকায় কোচ বেছে নিতে হয়েছে বিসিসিআইকে। শুভমন গিল-যশ্বী জয়সওয়ালদের কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ওপেনার গম্ভীর।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪২ বর্ষী গম্ভীরকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন।
গত ২৯ জুন টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তির মেয়াদ শেষ হয়। বিশ্বকাপের আগে থেকেই তার বিকল্প খুঁজছিল বিসিসিআই। ২৭মে পর্যন্ত আবেদনের শেষদিন নির্ধারণ করে প্রধান কোচের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সংস্থাটি।
কোচ হতে চেয়ে আবেদন করেছিলেন গম্ভীর। সবশেষ আইপিএলের সময় তার সঙ্গে বিসিসিআইয়ের আলোচনা হয়। গম্ভীর তখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে ছিলেন। এবার সাড়ে তিন বছরের জন্য জাতীয় দলের কোচের পদে নিয়োগ পেলেন সাবেক ওপেনার।
বিসিসিআই আগে জানিয়েছিল, নতুন প্রধান কোচ চলতি জুলাই থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত তিন সংস্করণে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।
২০২২ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন গম্ভীর। ২০২৩ আইপিএলে দায়িত্ব নেন কলকাতা নাইট রাইডার্সের। ভারতের জার্সিতে ৫৮ টেস্ট, ১৪৭ ওয়ানডে ও ৩৭ টি-টুয়েন্টি খেলেছেন তিনি। ২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ে রেখেছেন ভূমিকা। সাবেক বাঁহাতি ওপেনার কলকাতার অধিনায়ক হিসেবে ২০১২ ও ২০১৪ আইপিএল জিতেছেন।
গম্ভীরকে কোচ করার কথা জানিয়ে জয় শাহ লিখেছেন, অনেক আনন্দের সঙ্গে গৌতম গম্ভীরকে ভারত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট দ্রুতই বিবর্তন হচ্ছে এবং খুব কাছ থেকে এই পরিবর্তন দেখার অভিজ্ঞতা আছে গৌতমের। পুরো ক্যারিয়ারে তিনি অসাধারণ সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাই আমি আত্মবিশ্বাসী যে ভারতীয় দলকে আরও সামনে এগিয়ে নিতে গৌতম বিশেষ মানুষ।’









