ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের পর শেষ ম্যাচে ইংলিশ বোলারদের তুলোধুনো করেছেন অভিষেক শর্মা। রেকর্ড গড়ে সেঞ্চুরি করেছেন এই ওপেনার। তাণ্ডব চালানো ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
১০টি ছক্কা ও পাঁচটি চারে ৩৭ বলে সেঞ্চুরি করেন অভিষেক। ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টুয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। এর আগে ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেকের সেঞ্চুরি অষ্টম দ্রুততম। শীর্ষে শাহিল চৌহান, গত বছর জুনে এস্তোনিয়ার এই ব্যাটার সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন।
৭ চার ও ১৩ ছক্কায় ৫৪ বলে ১৩৫ রানে থামে অভিষেকের ইনিংস। এখানেই রেকর্ড অভিষেকের। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টুয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। এর আগে রোহিত শর্মা, সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা ১০টি করে ছক্কা হাঁকিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও শাহিল চৌহানের। দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়া ইনিংসে ১৮ ছক্কা হাঁকান।
ওয়াংখেড়েতে টসে জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৭ রান করে ভারত। অভিষেকের তাণ্ডব চালানো ইনিংসের পাশাপাশি শিভম দুবে ১৩ বলে ৩০ রান এবং তিলক ভার্মা ১৫ বলে ২৪ রান করেন।
ইংলিশদের হয়ে ব্রাইডন কার্স তিনটি এবং মার্ক উড দুটি উইকেট নেন।









