পূর্ণমেয়াদে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজটা রাঙাচ্ছেন শুভমন গিল। হেডিংলিতে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরির পর এজবাস্টনেও শতকের দেখা পেয়েছেন ২৫ বর্ষী গিল। ভাগ বসিয়েছেন ভারতের সাবেক দুই অধিনায়ক আজহারউদ্দিন ও বিজয় হাজারের রেকর্ডে।
ভারতের আর্মব্যান্ড পরে ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার গিল। ১৯৫১-৫২ মৌসুমে দিল্লি ও ব্রেবোর্নে হাজারে এবং ১৯৯০ সালে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে ইংলিশদের বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি করেছিলেন আজহারউদ্দিন।
অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় ক্রিকেটার গিল। বিজয় হাজারে, সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি নেতৃত্বের প্রথম দুই টেস্টে একই নজির গড়েছেন। তাদের মধ্যে প্রথম তিন টেস্টে সেঞ্চুরি করার রেকর্ডটা কেবল কোহলির।
ইংল্যান্ডের বিপক্ষে গিলের টানা তৃতীয় সেঞ্চুরি এটি। সেখানেও তৃতীয় ক্রিকেটার গিল। ভারতীয় ব্যাটারদের মধ্যে দুজন ইংলিশদের বিপক্ষে টানা তিনটি করে সেঞ্চুরি করেছিলেন। রাহুল দ্রাবিড়ের টানা তিনটি করে ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি আছে দুবার, আরেকজন দিলীপ ভেংসরকার।
এজবাস্টনে টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ৩১০ রান তুলেছে। দ্বিতীয় দিনে গিল ১১৪ রানে এবং ৪১ রান করা জাদেজা ব্যাটে নামবেন।
আগে ব্যাটে নামা ভারত শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায়। ২ রান করে ওপেনার ফিরে যান। করুন নায়ার এবং যশ্বী জয়সওয়াল মিলে যোগ করেন দ্বিতীয় উইকেটে ৮০ রান। দলীয় ৯৫ রানে নায়ের ফিরে গেলে জুটি ভাঙে। ৫০ বলে ৩১ রান করেন তিনি। তৃতীয় উইকেটে জয়সওয়াল ও গিলে মিলে যোগ করেন আরও ৬৬ রান। দলীয় ১৬১ রানে জয়সওয়াল ফিরে যান ১০৭ বলে ৮৭ রানে। ২৫ রান করে রিশভ পান্ট ও ১ রান করা নিতিশ কুমার রেড্ডির উইকেট হারায় ভারত।
২১১ রানে ৫ উইকেট হারানোর পর জাদেজাকে নিয়ে অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন গিল। দিনের শেষ বিকেলে ১৯৯ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন গিল। ১২ চারে ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত আছেন তিনি, ৫ চারে ৬৭ বলে ৪১ করে আছেন জাদেজা।
প্রথমদিনে ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস ওকস ২ উইকেট নেন। ব্রাইডন কার্স, বেন স্টোকস ও শোয়েব বশির নেন একটি করে উইকেট।









