ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি রেকর্ড গড়া রানে জিতে নিয়েছে ইংল্যান্ড। লিডসে সফরকারীদের দেয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জিতেছে বেন স্টোকসের দল। এটি ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানতাড়া করে জয়ের রেকর্ড। ম্যাচসেরা হয়েছেন দ্বিতীয় ইনিংসে ১৪৯ রান করা বেন ডাকেট।
প্রথম ইনিংসে ভারতের করা ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয় ৪৬৫ রানে। ৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের দল করে ৩৬৪ রান। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় পৌনে চারশর কাছে, সেটাই ৫ উইকেট হাতে রেখে জিতে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
লিডসে পঞ্চম ও শেষদিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫০ রান, হাতে ছিল ১০ উইকেট। ওপেনিং জুটিতে জ্যাক ক্রলি ও বেন ডাকেট ১৮৮ রান তোলেন। সেঞ্চুরিতে ১৪৯ করে আউট হন ডাকেট। ৬৫ রান আসে আরেক ওপেনার ক্রলির থেকে। ৫৩ রানে জো রুট ও ৪৪ রানে অপরাজিত থাকেন জেমি স্মিথ।
ম্যাচে রেকর্ড ছুঁয়েছে ইংল্যান্ড ও ভারতের মোট রানের সংখ্যাও। চার ইনিংস মিলিয়ে ভারত ও ইংল্যান্ড ১৬৭৩ রান তুলেছে, যা কোন টেস্টে দুদলের করা সর্বাধিক রান। ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ডের পাওয়া জয় তাদের দ্বিতীয় সর্বোচ্চ তাড়ায় জয়ের রেকর্ড। সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে পাওয়া জয়টি ভারতের বিপক্ষেই, এজবাস্টনে ৩৭৮ রান করে জিতেছিল ইংল্যান্ড।
ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্টে মোট সাতটি সেঞ্চুরি হয়েছে। ভারতের পাঁচটি সেঞ্চুরির দুটি করেছেন রিশাভ পান্ট। বাকি তিনটি জয়সওয়াল, অধিনায়ক শুভমন গিল ও লোকেশ রাহুলের। ইংল্যান্ডের দুটি শতকের একটি ওলি পোপ ও আরেকটি করেছেন বেন ডাকেট।
প্রথম ইনিংসে জাসপ্রিত বুমরাহ ৫ উইকেট নিয়েছিলেন। ম্যাচে ৭ উইকেট নিয়েছেন জশ টাং। হেডিংলি টেস্টে বল হাতে নতুন এক কীর্তি গড়েছেন জাসপ্রীত বুমরাহ। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক এখন ভারতীয় পেসার।









