কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। আগে ব্যাট করা ইংল্যান্ডকে ৭ উইকেট ও ৪৩ বল হাতে রেখে বড় ব্যবধানে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
বাঁহাতি পেসার আর্শদীপ সিং টি-টুয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন। তার উইকেটের সংখ্যা ৯৭টি, ছাড়িয়েছেন যুজবেন্দ্র চাহালের ৯৬ উইকেট।
ইডেনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান তোলে জশ বাটলারের দল। জবাবে ১২.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে ভারত। ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা।
ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ রান আসে বাটলারের থেকে, ৪৪ বলে খেলেন ৬৮ রানের ইনিংস। হ্যারি ব্রুকস ১৭ ও জফরা আর্চার ১২ করলেও বাকি কোনো ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি। ভারতের বরুণ চক্রবর্তীর ৩ উইকেটের পর আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।
১৩৩ রানের লক্ষ্যে নেমে ওপেনার অভিষেক শর্মা ঝড়ো ইনিংস খেলেন, ৩৪ বলে ৭৯ রান আসে তার থেকে। আরেক ওপেনার সাঞ্জু স্যামসন ২৬ রান করেন। ইংল্যান্ডের আর্চার নেন ২ উইকেট, আদিল রশিদ নেন বাকি উইকেটটি।









