Site icon চ্যানেল আই অনলাইন

গম্ভীরকে দোষারোপ করায় শ্রীশান্থকে আইনি নোটিশ

Advertisements

লিজেন্ড লিগ ক্রিকেটে ম্যাচ চলাকালে বিবাদে জড়িয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও শান্থাকুমারন শ্রীশান্থ। ম্যাচ শেষে গম্ভীরকে দোষারোপ করে একাধিক ভিডিও বার্তা দেন শ্রীশান্থ। এমন কাণ্ডে এবার শ্রীশান্থকে আইনি নোটিশ দিয়েছেন লেজেন্ডস ক্রিকেট লিগের (এলএলসি) কমিশনার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শ্রীশান্থ চুক্তির ধারা ভেঙেছেন বলে এসএলসি তাদের আইনি নোটিশে উল্লেখ করেছে। গম্ভীরকে নিয়ে শ্রীশান্থ সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ভিডিও ছেড়েছেন সেগুলো তুলে নিলে তার সঙ্গে আলোচনায় বসবে এলএলসি।

সুরাটে এলিমিনেটর ম্যাচে গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস লড়ছিল শ্রীশান্থের গুজরাট জায়ান্টসের বিপক্ষে। পাওয়ার প্লেতে শ্রীশান্থের এক ওভারে একটি ছক্কা ও একটি চার মারার পর বোলিং মার্কে ফিরে যাওয়ার সময় গম্ভীরের দিকে চোখ বড় করে তাকান শ্রীশান্থ। পাওয়ার প্লে শেষে দুজনে বিবাদে জড়িয়ে পড়েন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে শ্রীশান্থ দাবি করেন, গম্ভীর তাকে ফিক্সার বলেছেন। এরপর তার বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ আনেন। লিখেছেন, ‘আমি তার দিকে কোনো খারাপ শব্দ বা গালিগালাজ করিনি। আমি শুধু বলছিলাম, তুমি কি বলছ? প্রকৃতপক্ষে, আমি তার দিকে হাস্যরসাত্মকভাবে তাকিয়ে ছিলাম। কারণ সে আমাকে বলছিল, ফিক্সার, ফিক্সার, ফা…অফ ফিক্সার। এমন ভাষায়ই সে ব্যবহার করেছে।’

কিন্তু সে ম্যাচের আম্পায়াররা শ্রীশান্থ-গম্ভীরের বাগ্‌বিতণ্ডা নিয়ে যে প্রতিবেদন জমা দিয়েছেন, সেখানে গম্ভীর শ্রীশান্থকে ‘ফিক্সার’ বলেছেন, এমন কোনো কিছুর উল্লেখ নেই।

২০১৩ সালে ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে বিসিসিআইয়ের শৃঙ্খলা কমিটি শ্রীশান্থকে ক্রিকেট থেকে আজীবন বহিষ্কার করেছিল। দুই বছর পর ফৌজদারি অভিযোগ থেকে খালাস পান তিনি এবং নিষেধাজ্ঞা কমিয়ে সাত বছর করা হয়।

Exit mobile version