সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে শুরু, দ্বিতীয়টিতে ভারতের কাছে হেরে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের। টাইগার বোলারদের ব্যর্থতায় দুইশ লাগোয়া সংগ্রহ গড়েছিল ভারত। বড় লক্ষ্য সামনে রেখে নেমে ব্যাটাররা তা তাড়া করতে পারেননি। ৫০ রানে হেরে গেছে টিম টাইগার্স। হারের কারণ হিসেবে পাওয়ার প্লে-তে বাংলাদেশের রান করতে না পারাটা দায়ী করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অ্যান্টিগায় টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। হার্দিক পান্ডিয়ার ফিফটি ও কোহলির দুর্দান্ত ইনিংসে ৫ উইকেটে ১৯৬ রান করে রোহিত শর্মার দল। জবাবে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশ। ম্যাচশেষে হারের কারণ নিয়ে কথা বলেছেন নাজমুল হোসেন। সেখানে ভারতের ব্যাটারদের কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ‘আমরা যখন ভারতকে ব্যাটে পাঠাই, তখন ভেবেছিলাম ১৬০-১৭০ রান হবে । কিন্তু তারা ভাল ব্যাটিং করেছে এটা তাদের কৃতিত্ব।’
অ্যান্টিগার আবহাওয়া কিংবা বাতাস টাইগার ক্রিকেটারদের সমস্যা করেছিল কিনা এমন প্রশ্নে শান্ত বলেন, ‘আমি মনে করি না এটি সমস্যা করেছে, খেলোয়াড়রা এটিতে অভ্যস্ত। আমরা ব্যাট হাতে তেমন কিছু দেখাতে পারিনি।’
পাওয়ার প্লে-তে রান করতে না পারাকে দুষছেন শান্ত। বলছেন, ‘যখন আমরা ১৯০ রান তাড়া করতে নেমেছিলাম, বিশেষ করে প্রথম ছয় ওভারে আমাদের আরও বেশি কিছু দেখানো দরকার ছিল। আমাদের হাতে অনেক ব্যাটিং অপশন ছিল, কিন্তু আমরা ম্যাচে অবদান রাখার চেষ্টা করিনি।
বল হাতে ভালো করেছেন রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। দুজনের প্রশংসা করে শান্ত বলেছেন, ‘টুর্নামেন্টে তানজিম সাকিব দুর্দান্ত বল করেছে এবং রিশাদের জন্যও খুশি, আমরা এমন একজন বোলার অনেক দিন ধরে খুঁজছি, তাকে পেয়ে ভালো লাগছে।’








