ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দারুণ সুযোগ ছিল ড্র করে পয়েন্ট অর্জনের। কিন্তু ব্যাটারদের আরেকবার ব্যর্থতায় সুযোগ হাতছাড়া হয়েছেন। প্রথম টেস্ট হারের পর ব্যাটিং ব্যর্থতার কথা বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। কানপুরে দ্বিতীয় টেস্টে বাজেভাবে হারের পর সেই একই কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেছেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। হ্যাঁ, যদি ব্যাটারদের দিকে তাকান, দেখবেন তারা ৩০/৪০ বল খেলে আউট হয়েছেন। ব্যাটারদের বড় রান পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে অশ্বিন-জাদেজা ব্যাট করেছিলেন।’
‘কিন্তু যেভাবে দুই ইনিংসে আমরা বল করেছি, আশা করি মেহেদী পারফরম্যান্স পরবর্তী ম্যাচে ধরে রাখবে।’
কানপুরে টানা আড়াই দিন বৃষ্টির পর মাঠে নেমে ২৩৩ রানে থামে বাংলাদেশ। ব্যাটে নেমে ঝড় শুরু করে ভারত, ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে তারা। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রান করে গুটিয়ে যায় টাইগাররা। ৯৫ রানের লক্ষ্য সহজে উতরে যায় ভারত, ৭ উইকেটে জেতে।









