ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও প্রথমদিনের সকালের মতো বৃষ্টিময় শুরু হয়েছে। সকাল থেকে কানপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দুদলের টিমবাস স্টেডিয়ামে পৌঁছালেও মাঠে নামার উপায় নেই।
বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হবে, জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড- বিসিসিআই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বোর্ডটি জানিয়েছে, ‘কানপুরে দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে শুরু হতে দেরি হচ্ছে।’
প্রথমদিনে মধ্যাহ্ন বিরতির পর মাত্র ৯ ওভার খেলা হয়ে দিনের লড়াই বন্ধ হয়ে যায়। এ সময় বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।
কানপুরে প্রথমদিনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দারুণ বল করেছেন ডানহাতি পেসার আকাশ দীপ, নিয়েছেন দুই উইকেট।









