ভারতের কিংবদন্তি সাবেক সুনীল গাভাস্কার মনে করছেন, বাংলাদেশকে মোকাবেলা করার জন্য রোহিত শর্মাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। দুই ম্যাচের টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ নিয়ে ভারত দলকে সতর্কবার্তা দিয়েছেন তিনি।
১৯ সেপ্টেম্বর টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। তার আগে ৭৫ বর্ষী গাভাস্কার বলেছেন, ‘পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে হারানোর পর, বাংলাদেশ দল দেখিয়েছে তারা বিবেচনা করার মতো শক্তি এখন। যদি আমরা দুই বছর আগে ফিরে যাই, যখন ভারত বাংলাদেশে সফর করেছিল, তখনও বাংলাদেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের ফলে তারা ভারতের বিরুদ্ধেও লড়াই করতে চাইবে।’
‘তাদের দলে এমনকিছু দারুণ খেলোয়াড় আছে এবং কিছু নতুন উদীয়মান খেলোয়াড় রয়েছে যাদের বিপক্ষ দল ভীতি নেই। আন্তর্জাতিকে প্রথমদিকে তাদের খেলায় এ ভীতি চিহ্নিত করা যেত। এখন তারা যেকোনো দলের চোখে চোখ রেখে কথা বলতে পারে, যা পাকিস্তানে গিয়ে করেছে। অবশ্যই এমন একটা সিরিজই আমরা আশা করছিলাম।’
বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো টেস্ট জিততে পারেনি। সবমিলিয়ে খেলা ১৩ টেস্টের মধ্যে ১১টিতে জিতেছে ভারত। বাকি দুটি ম্যাচ ড্রয়ে বৃষ্টির ভূমিকা ছিল। ২০২২ সালের ডিসেম্বরে ঢাকায় একটি ম্যাচে জেতার কাছে ছিল বাংলাদেশ। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত ৭৪ রানে ৭ উইকেট হারালে রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আয়ারের ৭১ রানের জুটিতে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়।









