ভারতে হতে যাওয়া ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কথা উল্লেখ করে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। তাদের আপত্তির পর প্রায় তিন সপ্তাহের দরকষাকষির পরও বাংলাদেশের অনড় অবস্থানে। ফলে বাংলাদেশের জায়গা স্কটল্যান্ড টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে এসব খবরের নিশ্চয়তা পাওয়া গেছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানানোর পর স্কটল্যান্ড সুযোগ পাচ্ছে। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর এই অবস্থার তৈরি হয়েছে, বলে জানাচ্ছে সংবাদমাধ্যমটি।
পিটিআইয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জানা গেছে আইসিসির চেয়ারম্যান জয় শাহসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার দুবাইতে ছিলেন। তারা সন্ধ্যায় বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুলকে একটি ইমেল পাঠান যেখানে বিশ্ব ক্রিকেট সংস্থার সিদ্ধান্ত কি সেটা জানানো হয়েছিল।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বৈশ্বিক এ আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারতে ভ্রমণের অনুমতি দেয়নি বলে বিসিবি জানিয়েছিল আইসিসিকে। তারপর আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বলে জানা গেছে এবং তাদের জায়গায় কারা সুযোগ পাবে সেটাও।
ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় ভারত। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো বিশ্বকাপে বাংলাদেশ দল এবং সমর্থক,সাংবাদিকদের নিরাপত্তা ভারত কীভাবে দেবে এমন প্রশ্ন তুলে টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের দাবি জানায় বিসিবি। কিন্তু আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে অধিকাংশ সদস্যদেশ ভেন্যু না বদলানোর পক্ষে মত দেন।









