এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ৪৭ ধাপ এগিয়ে থেকে বাংলাদেশে খেলতে এসেছিল ভারত। ঢাকায় ১-০ গোলে হেরে দলটির র্যাঙ্কিংয়ে পতন হয়েছে। অন্যদিকে ২২ বছর পর ভারতকে হারিয়ে উন্নতি করেছে বাংলাদেশ।
সবশেষ ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে জামাল-তপুদের র্যাঙ্কিং ছিল ১৮৩। এশিয়ান কাপের বাছাই ভারতকে হারানোয় ৩ ধাপ উন্নতি করে লাল-সবুজদের অবস্থান এখন ১৮০তে।
সেখানে ৬ ধাপ পিছিয়েছে ভারত। দলটির অবস্থান ১৩৬ থেকে এখন ১৪২এ।
র্যাঙ্কিংয়ে সবার উপরে স্পেন। দুইয়ে বিশ্বজয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা এবং তিনে রানার্সআপ ফ্রান্স। দুধাপ এগিয়ে সেরা পাঁচের আছে ব্রাজিল। একধাপ পিছিয়ে ছয়ে চলে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।









