বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের গ্যাবা টেস্টের চতুর্থ দিনের বেশিরভাগ সময় কেটে গেছে বৃষ্টিতে। কয়েক দফা বৃষ্টি ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারতকে বাঁচিয়ে দিয়েছে খানিকটা। সঙ্গে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার দৃঢ়তায় শেষ উইকেটে ফলোঅন পার করেছে ভারত।
তৃতীয় দিন অস্ট্রেলিয়াকে ৪৪৫ রানে অলআউট করে দিয়ে ব্যাটে নামে ভারত। শুরুতে মিচেল স্টার্কের তোপে দিশেহারা হয়ে যায় ভারত। পরে জশ হ্যাজেলউড ও অধিনায়ক প্যাট কামিন্সের তোপে ৫১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে।
চতুর্থ দিন সকালে থেমে থেমে বৃষ্টি ও খেলার মধ্যে দলের হাল ধরেন রাহুল ও জাদেজা। নাথান লায়নের বলে রাহুল ৮৪ করে সাজঘরে ফিরলেও জাদেজা চালিয়ে যান। তার ৭৭ রানের সুবাদে এবং দশম উইকেট জুটিতে জাসপ্রীত বুমরাহ ও আকাশ দীপের অপরাজিত ৩৯ রানের জুটিতে ফলোঅন এড়ায় সফরকারীরা। চতুর্থ দিন শেষে ১৯৩ রানে পিছিয়ে আছে ভারত।
পঞ্চম দিন ২৭ রানে আকাশ এবং ১০ রানে বুমরাহ ব্যাট করতে নামবেন। অজি অধিনায়ক কামিন্স নিয়েছেন ৪ উইকেট। স্টার্ক নিয়েছেন ৩টি। কাফ মাসলের চোটে পড়ে ব্রিসবেন টেস্টের মাঝপথে সরে যেতে বাধ্য হওয়া জশ হ্যাজেলউড নিয়েছেন একটি উইকেট।









