ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে অস্ট্রেলিয়ায়ও ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। পাঁচ ম্যাচের সিরিজে প্রথমটিতে আগে ব্যাটেে নেমে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট টিম ইন্ডিয়া। দুই সেশনও কাটাতে পারেনি জাসপ্রীত বুমরাহর দল।
পার্থে শুক্রবার টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুতেই খেই হারায় ভারত। ১৪ রানে ২ উইকেট হারানোর পর মাঝে কিছুটা লড়াই করেন লোকেশ রাহুল-রিশভ পান্ট। শেষপর্যন্ত ৪৯.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৫০ রানে থামে টিম ইন্ডিয়া। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ১৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে আছে অস্ট্রেলিয়াও।
ভারতের হয়ে সর্বোচ্চ ৫৯ বলে ৪১ রান করেন টেলঅর্ডারে নামা নীতীশ কুমার রেড্ডি। পান্ট ৩৭, লোকেশ রাহুল ২৬ ও ধ্রুব জুরেলের ব্যাটে আসে ১১ রান। বাকি কেউ স্পর্শ করতে পারেননি দুঅঙ্কের ঘর।
অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে গতির ঝড় তোলেন জশ হ্যাজেলউড। ১৩ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।









