আসরের দুর্দান্ত-অপ্রতিরোধ্য স্বাগতিক ভারতকে ফাইনালে থামিয়ে ওয়ানডে ইতিহাসে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে প্যাট কামিন্সের মাইটি অস্ট্রেলিয়া। ২০২৩ সালে নারী-পুরুষ দল মিলিয়ে এটি বছরের তৃতীয় শিরোপা অজিদের। আইসিসি আয়োজিত বিশ্বআসরের এমন কোনো শিরোপা নেই যা ঘরে তোলেনি অস্ট্রেলিয়া।
ফাইনালে উঠলে অপ্রতিরোধ্য দলটির হারার ইতিহাস খুব কমই। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে টি-টুয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে আইসিসির আয়োজিত আসরগুলোয় ফাইনালে অজিদের হারার একমাত্র ব্যতিক্রম উদাহরণ সেটি। বিশ্ব আসরগুলোতে সবমিলিয়ে ২০টি শিরোপা জেতার পর দেশটি যেন এখন শিরোপার গোডাউন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার ভারতকে ৬ উইকেটে হারিয়ে বছরের তৃতীয় শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। এবছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল প্যাট কামিন্সের দল।

বছরের শুরুর দিকে সাউথ আফ্রিকায় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ফাইনালে স্বাগতিক সাউথ আফ্রিকাকে হারিয়েছিল মেগ ল্যানিংয়ের অজি দল। সেটি ছিল মেয়েদের টি-টুয়েন্টি ইতিহাসে অজিদের ষষ্ঠ শিরোপা। অজিদের কাছে ১৯ রানে হেরেছিল আসরের স্বাগতিক দলটি।
অস্ট্রেলিয়ার ২০টি বিশ্বকাপ শিরোপায় মেয়েদের অবদানই বেশি। মেয়েদের দলটি ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে মোট ১৩ শিরোপা জিতেছে বিশ্বমঞ্চে। এরমধ্যে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ৭টি এবং টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ৬টি।

ছেলেদের ক্রিকেটে এসেছে মোট ৭টি বিশ্বকাপ শিরোপা। যার মধ্যে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা ৬টি। ২০২২ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে অজিরা প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বা অন্যান্য শিরোপার হিসাব তো এসবের বাইরে থাকছেই।







