প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনে হকিতে ভারতের সাথে ড্র করেছে আর্জেন্টিনা। গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লাতিন আমেরিকার দেশটি। আর্জেন্টিনার গোলটি লুকাস মার্টিনেজের। ভারতের গোলটি আসে খেলার শেষ মিনিটে।
ছেলেদের হকিতে পুল ‘বি’তে খেলতে নামা ভারত ও আর্জেন্টিনা প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি। দ্বিতীয় কোয়ার্টারে গোলের দেখা পায় আর্জেন্টিনা। তৃতীয় কোয়ার্টারে ভারত আর্জেন্টিনার উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে, গোল আদায় করতে পারেনি।
খেলার চতুর্থ কোয়ার্টারে ৫৮ মিনিটে পেনাল্টি পায় ভারত। গোল করতে না পারলেও পরপর দুটি কর্নার পায় দলটি। সেখান থেকে গোল করে বসেন হারমানপ্রিত। ১-১ সমতায় ফেরে ভারত। সেই স্কোরেই ম্যাচের শেষ আসে।









