আর্চারির এশিয়া কাপ স্টেজ ২ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারত। পদকতালিকায় আসরে অংশগ্রহণ করা দেশগুলোকে পিছিয়ে সর্বোচ্চ পদক অর্জন করেছে ভারতের নারী ও পুরুষ আর্চারি দল। ৭টি সোনাসহ সবমিলিয়ে জিতেছে ১৪টি পদক। এছাড়া ছিল ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ।
ফাইনালে ভারতের পুরুষ-মহিলা কম্পাউন্ড আর্চারি দলের সামনে দাঁড়াতে পারেনি কোনও প্রতিপক্ষ। ক্লিন সুইপ করে ১০টি পদকের মাঝে ৯টি পদকই পেয়েছে ভারত। জিতেছে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ।
মেয়েদের কম্পাউন্ড আর্চারিতে কাজাখাস্তানকে হারান ভারতের পারনীত কউর, রাগিনী মার্কো ও প্রগতি। কম্পাউন্ড আর্চারিতে পুরুষদের কম্পাউন্ড আর্চারিতে হংকংকে হারান অভিষেক বর্মা, কুণাল দালাল, অমিত।
তবে রিকার্ভ আর্চারিতে চীনের বিপক্ষে ব্যর্থ হয়েছে ভারত। সেখানে সবকটি পদক না পেলেও ২টি সোনা ও ৩টি রৌপ্য ছিল ভারতের।







