অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওয়ানডে আসরে বড় জয় পেয়েছে ভারত। গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৩১৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ূশ মাত্রের দল। ডাবল সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন অভিজ্ঞান কুণ্ডু।
ইনিংসের ১১তম ওভারে পাঁচে ব্যাট করতে নেমেছিলেন উইকেটকিপার ব্যাটার অভিজ্ঞান। শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন বাঁহাতি ব্যাটার, স্ট্রাইকরেট ১৬৭.২০। ১২৫ বল খেলা অভিজ্ঞান ২০৯ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ১৭টি চার এবং ৯টি ছক্কার মার ছিল।
দুবাইতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। আগে ব্যাট করা ভারত ৭ উইকেট হারিয়ে ৪০৮ রান তোলে। জবাব দিতে নেমে মালয়েশিয়া মাত্র ৯৩ রানে অলআউট হয়। ভারত ৩১৫ রানের বিশাল জয় তুলে অপরাজিত থেকে সেমিফাইনালে পা রাখে।
ভারতের বেদান্ত ত্রিবেদী ৯০ রান করেন। ওপেনার বৈভব সূর্যবংশী ৫০ রান করেন। মালয়েশিয়ার মুহাম্মদ আকরাম ৫ উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে মালয়েশিয়ার দুই ওপেনার শূন্য রানে সাজঘরে ফেরেন। সর্বোচ্চ ৩৫ রান করেন বোলিংয়ে এক উইকেট নেয়া নাগিনেশ্বরন সাথনাকুমারন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান আসে দিয়াজ পাত্রো থেকে।
দিপেনস দেবেন্দ্র ৭ ওভার বল করে ৫ উইকেট নেন। ২ উইকেট নেন উদাভ মোহন।









